*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

স্থায়ী ভাবে কম্পিউটারকে ফাস্ট করে নিন!

আনেক সময় কম্পিউটার চালানোর পর বন্ধ করতে গেলে অনেক সময় লাগে। এটি মুলত তিনটি কারনে হয়ে থাকে। আমার হাতে সময় নেই বলে এক টিউনে না করে তিনটি পর্বে করলাম এ জন্য আমি দুঃখিত।
যাদের কম্পউটার আছে তাদের মধ্যে বেশির ভাগ ইন্টারনেট ব্যবহার করেন। তাদের একটি সাধারন বিষয় হচ্ছে স্বয়ংক্রয় Windows Update। আমি টেকটিটনে দেখেছি সবাই windows 10 আপডেট বন্ধের টিউন করেছে। কিন্তু আমি windows 7 এর টা বলব। তাহলে চলুন শুরু করা যাক।
উইন্ডোজ আপডেট বন্ধ
Control Panel এ গিয়ে সার্চ মেনুতে Windows Update লিখে সার্চ দিয়ে Windows Update এ যান। বাঁয়ের Change settings এ ক্লিক করুন। Important updates এ ক্লিক করে Never check for updates (not recommended) নির্বাচন করে ওকে করলেই বন্ধ হবে। সমস্যা হলে চিত্র দেখুন।







Badiuzzaman ( Rubel )