*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ফেসবুকের শর্টকাট কি

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের আছে কিছু শর্টকাট পদ্ধতি, যা  ব্যবহার করে সময় বাঁচানো যাবে। এমন কিছু শর্টকাট কি দেওয়া হলো।
একেক অপারেটিং সিস্টেম ও ইন্টারনেট দেখার সফটওয়্যারের (ব্রাউজার) জন্য আলাদা আলাদা কি চেপে নির্দিষ্ট কাজের কি-টি চাপতে হবে।উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী এবং মজিলা ফায়ারফক্সের জন্য Alt+Shift , গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য Alt চাপুন। ম্যাক অপারেটিং সিস্টেমের ফায়ারফক্সের জন্য Function+Ctrl এবং অন্যান্য ব্রাউজারের জন্য Option Ctrl চেপে নিচের কিগুলো চাপলে দ্রুত করা যাবে সব কাজ।
M—নতুন বার্তা (মেসেজ) পাঠানোর জন্য।
?—কার্সর সার্চের ঘরে চলে যাবে এবং যেকোনো কাউকে খুঁজে নেওয়া যাবে।
1—ফেসবুকের মূল পাতায় (হোম) চলে যাবে।
2—লগইন করা প্রোফাইল পাতায় যাবে।
3—বন্ধু বানানোর অনুরোধ করা যাবে।
4—নির্দিষ্ট কাউকে বার্তা পাঠানো যাবে।
5—অ্যাকাউন্টের সব বিজ্ঞপ্তি (নোটিফিকেশন) দেখাবে।
6—ব্যক্তির অ্যাকাউন্ট বিন্যাস (সেটিংস) আসবে।
7—গোপনীয়তা বিন্যাস (প্রাইভেসি সেটিং) আসবে।
8—ফেসবুকের পাতা চলে আসবে।
9—ফেসবুকের বিবৃতি এবং অধিকার নিযুক্তি (স্টেটমেন্ট ও রাইট এনগেজমেন্ট) দেখাবে।
0—ফেসবুকের হেল্প সেন্টার চালু হবে।
J—নিউজ ফিডের পরের পোস্ট দেখতে।
K—নিউজ ফিডের আগের পোস্ট দেখতে।
L—যেকোনো পোস্ট, ছবি লাইক করতে।

Badiuzzaman ( Rubel )