*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ব্লগার Template থেকে স্থায়ীভাবে Navbar ও Attribution Widget ডিলিট করুন

ব্লগার Template থেকে স্থায়ীভাবে Navbar ও Attribution Widget ডিলিট করুনপ্রফেশনাল ব্লগার টেমপ্লেট তৈরির ৩য় পর্ব শুরু করছি। আমাদের আজকের পর্ব কিভাবে ব্লগার Template থেকে স্থায়ীভাবে Navbar ও Attribution Widget ডিলিট করতে হয়? সব ধরনের কাষ্টম টেমপ্লেটে লক্ষ্য করলে দেখবেন টেমপ্লেটের বাহিরে এবং Layout অংশে Navbar ও Attribution Widget টি খোঁজে পাওয়া যায় না। কারণ এটি টেমপ্লেটের ভীতর থেকে স্থায়ীভাবে মুছে দেয়া হয়। এগুলি স্থায়ীভাবে ডিলিট না করলে টেমপ্লেট কাষ্টমাইজ করতে অসুবিধা হয়।
আমরা ইতিপূর্বে ব্লগার টেমপ্লেট থেকে Attribution Widget Remove করার একটি পোষ্ট শেয়ার করেছি। সেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে শুধুমাত্র টেমপ্লেটের Output থেকে এটি Remove করবেন। ঐ পদ্ধতিতে যদিও ব্লগার টেমপ্লেটের Output থেকে এটি Remove হবে কিন্তু Layout অপশনে থেকে যাবে। আমরা আজ যেটি শেয়ার করছি সেটির মাধ্যমে টেমপ্লেট থেকে স্থায়ীভাবে Navbar ও Attribution Widget ডিলিট হয়ে যাবে অর্থাৎ এ দুটি অপশন টেমপ্লেটের আর কোথাও থাকবে না। যার ফলে টেমপ্লেট কাষ্টমাইজ করতে সহজ হবে।

 কিভাবে Navbar ডিলিট করবেন?

  • প্রথমে আপনার ব্লগে লগইন করুন।
  • তারপর Template > Edit Html এ ক্লিক করুন।
  • এখন Jump to Widget > Navbar1 অপশনে ক্লিক করুন। নিচের চিত্রে দেখুন-
ব্লগার Template থেকে স্থায়ীভাবে Navbar ও Attribution Widget ডিলিট করুন
  • উপরের চিত্রে মার্ক করা Navbar1 অপশনে ক্লিক করলে নিচের চিত্রটিরমত কোড দেখতে পাবেন।
ব্লগার Template থেকে স্থায়ীভাবে Navbar ও Attribution Widget ডিলিট করুন
  • উপরের চিত্রে মার্ক করা লাইন ৩ টি ডিলিট করুন। তাহলে Navbar স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।

 কিভাবে Attribution Widget ডিলিট করবেন?

  • উপরের ১ নং চিত্রেরমত Jump to Widget > Attribution1 অপশনে ক্লিক করলে নিচের চিত্রটিরমত কোড দেখতে পাবেন।
ব্লগার Template থেকে স্থায়ীভাবে Navbar ও Attribution Widget ডিলিট করুন
  • উপরের চিত্রে মার্ক করা লাইন ৪ টি ডিলিট করলেই Attribution Widget টি স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।
  • সবশেষে Template Save করুন।
সর্বশেষঃ আপাত দৃষ্টিতে পোষ্টটি সবার কাছে খুবই সহজ মনে হলেও টেমপ্লেট কাষ্টমাইজ করার ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমাদের পরবর্তী পোষ্টে টেমপ্লেটের Header অংশ কাষ্টমাইজ এবং Top Menu Bar যুক্ত করার বিস্তারিত টিউটরিয়াল শেয়ার করব।

Badiuzzaman ( Rubel )