*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনুন পিসিতে

আপনার কম্পিউটার বা মোবাইলের কোন দরকারি ছবি, ফাইল, গান বা ভিডিও কি আপনি ভুলে ডিলিট করে ফেলেছেন? এখন কি করবেন?? এত দরকারি একটা জিনিস আপনি ডিলিট করে ফেললেন এখন চুল ছিরতে ইচ্ছা করছে তাই না? কোন সমস্যা নেই। এখন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে ডিলিট করা ফাইলও ফেরত পাওয়ার সফটওয়্যার আবিষ্কার হয়ে গেছে। অনেকেই হয়ত এইরকম অনেক সফটওয়্যার ব্যবহার করেছেন। ডিলিট হওয়া ডাটা পুনরুদ্ধারের জন্য অনেক সফটওয়্যার ই রয়েছে। তবে আমি আজ যে সফটওয়্যার নিয়ে আলোচনা করবো সেটির নাম “Recuva”।

প্রথমেই http://filehippo.com/download_recuva  থেকে “Recuva” সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর অন্যান্য সফটওয়্যার এর মত ইন্সটল করুন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। প্রথমে সফটওয়্যার রান করালে নিচের মত পিকচার আসলে নেক্সট দিন।

২.আপনি যে ফাইল রিকভার করতে চান ওই টাইপ এ ক্লিক করে নেক্সট দিন

৩. আপনি যে ড্রাইভ থেকে ফাইল খুজতে চান সেটা সিলেক্ট করে নেক্সট দিন।

৪. এরপর “Enable Deep Scan” দিয়ে নেক্সট দিন





৫. এরপর আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। আপনি যে ফাইলটি রিকভার করতে চান তা শুধু সিলেক্ট করে রিকভার করুন। আর রিকভার করা ফাইল কোথায় সেভ করবেন তাও দেখিয়ে দিন। ব্যাস আপনার কাজ শেষ।


আশা করি বুঝতে কোন সমস্যা হয়নি। আর বুঝতে কোন সমস্যা থাকলে টিউমেন্ট বক্স তো রয়েছেই। কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।


Badiuzzaman ( Rubel )