নতুন একটি কম্পিউটার সদ্য কেনা কোনো গাড়ির মতো নয় যে চাবি ঘোরানো মাত্রই সেটা চলতে শুরু করবে। বরং প্রাথমিক পর্যায়ের কয়েকটা কাজ ধাপে ধাপে করে ফেললে এই নতুন কম্পিউটার চলবে নিজের প্রয়োজনমতো।
অপারেটিং সিস্টেম হালনাগাদ
যে কাজটা প্রথমেই সারতে হবে সেটা হলো উইন্ডোজ আপডেট বা কম্পিউটার সিস্টেম হালনাগাদ। ইন্টারনেটে যুক্ত হয়ে যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি নিজের কম্পিউটারটি সর্বশেষ হালনাগাদে উন্নীত করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একরকম অনিরাপদই থাকবেন। এতে হয়তো সময় লাগতে পারে কিন্তু ধৈর্য ধরে...
Showing posts with label টিপস এন্ড ট্রিকস. Show all posts
Showing posts with label টিপস এন্ড ট্রিকস. Show all posts
ল্যাপটপের জন্য জরুরি
পাওয়ার এফিসিয়েন্সি রিপোর্ট বের করা
আপনার ল্যাপটপ কম্পিউটারে প্রতিদিন কতটুকু শক্তি খরচ হচ্ছে এবং ব্যাটারির যেকোনো ত্রুটি সহজেই বের করে নেওয়া যায়। ব্যাটারির সঠিক ব্যবহারের জন্য তাই পাওয়ার এফিসিয়েন্সি রিপোর্ট জানা জরুরি। স্টার্ট মেনুতে cmd লিখে তাতে ডান বোতাম চেপে Run As Administrator নির্বাচন করে পরের ডায়ালগ বক্সে ইয়েস চেপে কমান্ড প্রম্পট খুলে নিন। এখানে powercfg-energy লিখে এন্টার বোতাম চাপুন। কিছু সময়ের জন্য উইন্ডোজের সম্পূর্ণ সিস্টেম স্ক্যান হবে। স্ক্যান শেষ হলে রিপোর্ট তৈরি হয়ে যাবে।...
গ্রাফিক্স কার্ড কিনতে গিয়ে যে ভুল গুলো আপনি করেন
আপনাদের মনে আছে কিনা জানি না, তবে বেশ কিছু দিন আগে আমি গ্রাফিক্স কার্ড এর উপর একটি পোস্ট করেছিলাম। যার নাম ছিল; গ্রাফিক্স কার্ড এর আদি-অন্ত। প্রিয় পাঠক, আমি জানি কতটা কষ্টের টাকা দিয়ে আমরা একটি কম্পিউটার কিনি। আর তা যদি হয় শখের গেমিং কম্পিউটার তাহলেতো কথাই নেই। টাকার কষ্ট এবং শখ, দুই মিলে এক ভয়ংকর অবস্থা। আর কেনার পরে যদি দেখা দেয় সমস্যা, তাহলে কথাই নেই… মন খারাপ, পকেট খারাপ … একটু সাবধান হলেই কিন্তু আমরা এই খারাপ গুলোকে দূরে সরিয়ে রাখতে পারি।
কয়েক দিন আগে ইন্টারনেট এ...
কম্পিউটার এর খুটিনাটি সমস্যা ও তার সমাধান জেনে নিন । ডেস্কটপ কম্পিউটার
কম্পিউটার চালু হচ্ছে না
হার্ডওয়ার
১. পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা
২. পাওয়ার বাটনের সমস্যা
৩. র্যামের সমস্যা
৪. প্রসেসরের সমস্যা ১. পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা এবং প্রয়োজনীয় সব ক্যাবল লাগানো আছে কিনা চেক করুন।
২. কেসিং এর পাওয়ার বাটন চেক করুন।
৩. ইন্টারনাল স্পীকার একের অধিক বীপ আওয়াজ ক্রমাগত করলে বুঝতে হবে র্যামের সমস্যা। র্যাম বদলাতে হবে।
৪. প্রসেসর ঠিকমতো বসানো আছে কিনা এবং কুলিং ফ্যান চেক করু...
কম্পিউটার কেনার আগে যা জানা জরুরী (মেগা টিউন)
ম্পিউটারের ব্যাপারে একেবারেই নতুন, এমন মানুষদের কথা মাথায় রেখেই পোস্টটা সহজ কথায় লেখা
কম্পিউটার কেনার সময় প্রথমেই কয়েকটি জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন:
১. যেখান থেকে কিনছেন, সেই দোকান ক্রেতাদের কীরূপ গ্রাহক সেবা দেয়। এক্ষেত্রে পরিচিতরা সাহায্য করতে পারে।
২. বাজারে অনেক সময় খোলা হার্ডওয়্যার পাওয়া যায়। কখনোই এগুলো কিনবেন ন...
গুগলের এমন সব ব্যবহার যা জানলে আপনার দিন দারুণ কাটবে
১) আপনার স্ক্রিন কাত্ হয়ে যাবে-
হ্যাঁ, গুগল সার্চে গিয়ে লিখুন 'tilt'। দেখবেন আপনার স্ক্রিন কেমন যেন কাত্ হয়ে গেছে। (দেখুন এখানে)
২) গুগল ইমেজে 'Atari Breakout' লিখলে দারুণ একটা গেম খেলা যাবে।
গুগলে নানা কাজ করে ক্লান্ত। নিন একটু গেম খেলে নিন। গুগল ইমেজে লিখুন 'Atari Breakout'।
...
কে কে মনিটর কিনতে চান? মনিটর কেনার আগে যা জানা দরকার -
IT জ্ঞান আহরণের জন্য আপনি নিয়মিত Visit করুন http://www.itknowledgeschool.blogspot.com
"মনিটর" এ শব্দটা কিছুদিন আগেও জড়িত ছিল শুধুমাত্র কম্পিউটারের সাথে। কিন্তু সময়ের সাথে সাথে পাল্টে গেছে মনিটরের ধরণ ও ব্যবহার। অনেকে শুধুমাত্র গেমস কিংবা মুভি দেখা অথবা গ্রাফিক্স এর কাজ করার জন্য আলাদাভাবে মনিটর কিনে থাকে। তাই এ পোষ্টে চেষ্টা করব এলসিডি/প্লাজমা/হাই-ডেফিনেশন মনিটর সম্পর্কে ধারণা দেয়ার জন্য যাতে সহজেই...
জেনে রাখুন কিছু ইমেজ এক্সটেনশনের পূর্ণনাম
ভার্চুয়াল জগতে আমরা নানা প্রয়োজনে বিভিন্ন এক্সটেনশনের ছবি(ইমেজ) ব্যবহার করে থাকি। যেমনঃ JPEG, PNG, GIF ইত্যাদি ইত্যাদি।
সকলের হয়ত এই সব এক্সটেনশনগুলোর পূর্ণরুপ জানা নেই। আসুন জেনে নেওয়া যাক ইমেজে ব্যবহৃত কিছু এক্সটেনশনের পূর্ণরুপঃ
১। JPEG (Joint Photographic Experts Grou...
জিপিইউ ও RAM এর গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো না জানলেই নয়
ইলেক্ট্রিক্যাল এ পড়াশুনার পাশাপাশি বিভিন্ন কম্পিউটার হার্ডওয়্যার এর রিভিউ লিখা ও বিভিন্ন প্রসেসর, গ্রাফিক্স কার্ড ইত্যাদির বেঞ্চমার্ক করা (সহজ বাংলায় এক একটা হার্ডওয়্যার এর সাথে অন্যটির পার্থক্য ও পারফরমেন্স ইত্যাদি বের করা) মূলত যার কাজ, তার কাছ থেকে জানবো জিপিউ ও র্যাম এর গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার
বিষয় মুলত ২ টি।
DDR3 1333 BUS এবং DDR3 1600 BUS and 1866/2133/2400
GPU এর DDR3 1GB / 2GB /4GB এবং 1GB / 2GB DDR5
RAM আমাদের অনেকের ধারনা 1600 Bus RAM , 1333 bus RAM থেকে...
এস এস সি পরীক্ষার ফলাফল: মোবাইল, এডুকেশানবোর্ড ও লোডজনিত সমস্যার কঠিন সমাধান
ফলাফল যেভাব জানা যাবে
উপায় ১. ওয়েব সাইট থেকে:
প্রতিবারের মত এবারও শিক্ষার্থীরা রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে বেগ পাবে । কারন, একসাথে এতজন এডুকেশন বোর্ড এর সাইট এ ঢোকার ফলে সাইট খুব স্লো হয়ে যায় । টেলিটক প্রতিবারের মতই এই সমস্যা থেকে মুক্তির একটা রাস্তা তৈরি করে দেয়...
যে কোন তারিখের ১০০% সঠিক বার বলুন সহজেই_২

সুপ্রিয় বন্ধুগন, এটা আমার প্রথম টিউন। আর আমার প্রথম টিউনে আপনাদের জন্য নিয়ে এলাম একটি উপহার। আশা করি কি বিষয়ে লিখছি তা হেডলাইন পড়ে কিছুটা আন্দাজ করতে পেরেছেন।
ইংরেজি ক্যালেন্ডারের তারিখ দেখে বার বলে দেয়া সত্যিই একটা আশ্চর্যের বিষয়। কিন্তু সহজ কিছু সুত্র ব্যবহার করে অতি সহজেই মনেমনে হিসাব করে বার বলে দিয়ে বন্ধুমহলের মন জয় করা এখন খুবই সহজ।
এর জন্য প্রয়োজন অল্প কিছু সুত্র এবং ৪ ও ৭ এর...
Badiuzzaman ( Rubel )