*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label SEO Tips. Show all posts
Showing posts with label SEO Tips. Show all posts

সার্চ রেজাল্টের ১ম পেজে আসার জন্য On Page SEO Techniques

যখন কোন ব্লগ/ওয়েবসাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয় তখন দুটি গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করার প্রয়োজ পড়ে। একটি হচ্ছে On Page Optimization এবং অপরটি হচ্ছে Off Page Optimization. আজ আমরা On Page Optimization নিয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি On Page Optimization এর মাধ্যমে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় অবস্থান নেয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ Techniques শেয়ার করব।
সার্চ রেজাল্টের ১ম পেজে আসার জন্য On Page SEO Techniques
আমরা সবাই নিশ্চয় জানি যে, On Page Optimization হচ্ছে ব্লগের অভ্যন্তরিন সকল বিষয়গুলি যথাযথভাবে সার্চ ইঞ্জিনের উপযোগী করে নেয়া। ব্লগের টাইটেল ট্যাগ, ম্যাটা ট্যাগ, কীওয়ার্ড, ভালমানের কনটেন্ট ইত্যাদি শেয়ার করার মাধ্যমে সার্চ ইঞ্জিনে অবস্থান নেয়ার একটি প্রক্রিয়া। যখন এ কাজগুলি সঠিকভাবে করতে পারবেন তখন আপনার ব্লগের/ওয়েবসাইটের On Page Optimization পরিপূর্ণ হয়েছে বলে মনে করতে পারবেন।

 কেন On Page Optimization করবেন?

আমি আগেও বলেছি On Page Optimization হচ্ছে ব্লগের অভ্যন্তরিন টাইটেল ট্যাগ, ম্যাটা ট্যাগ, কীওয়ার্ড, ভালমানের কনটেন্ট ইত্যাদি সঠিকভাবে সেট করে নেয়ার একটি প্রক্রিয়া। মূলত সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের সফটওয়ার। এটি মানুষের মত ব্রেইন খাঠিয়ে কিছু বুঝতে পারে না। তাকে কমান্ড দেয়ার মাধ্যমে যা বুঝানো হয়, সে তাই বুঝে। এ ক্ষেত্রে তাকে যদি তার সঠিক নিয়মানুসারে কমান্ড দিতে না পারেন, তাহলে সে আপনার ব্লগ/ওয়েবসাইটটিকে না বুঝার কারনে Ignore করবে। সেই জন্য সার্চ ইঞ্জিনকে আপনার ব্লগের সকল বিষয়গুলির গুরুত্ব যথাযথভাবে বুঝিয়ে দেয়ার সঠিক নিয়মে On Page Optimization করতে হবে। আপনি যদি ব্লগের সকল On Page Optimization বিষয়গুলি যথাযথভাবে করতে পারেন, কেবল তবেই আপনার ব্লগের পোষ্টগুলি সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় পাওয়ার আশা করতে পারেন। নিচে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ On Page Optimization এর বিষয় নিয়ে আলোচনা করব।

 ১. ভালমানের কনটেন্টঃ

একটি ব্লগের Brilliant Content সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ছাড়াই সার্চ রেজাল্টের শীর্ষে অবস্থান নিতে সক্ষম। আর ভালমানের কনটেন্টের পাশাপাশি যদি কেউ Proper SEO করতে পারেন, তাহলেত ব্লগের ট্রাফিক নিয়ে আর কোন চিন্তাই থাকে না। এ জন্য সার্চ ইঞ্জিনের ভাষায় একটা প্রবাদ আছে ''A Brilliant Content is King for all SEO". আপনি যদি সবসময় ব্লগে ভালমানের এমন কোন Unique Content শেয়ার করতে পারেন, যেটি নিয়ে ইন্টারনেটে এ যাবত লেখা হয়নি বা খুব কম শেয়ার করা হয়েছে, তাহলে এই বিষয়ে SEO না করলেও আপনার বিষয়টি সার্চ রেজাল্টের শীর্ষে থাকবে। তবে যেহেতু এটা আদৌ সম্ভব নয়, সেহেতু আপনাকে চেষ্টা করতে হবে সবার চাইতে ভালমানের কনটেন্ট পাবলিশ করার পাশাপাশি যথা নিয়মে SEO অনুসরণ করা।

 ২. ব্লগের পোষ্ট টাইটেলঃ

সার্চ ইঞ্জিন হতে একটি ব্লগে যত ভিজিটর আসে তার প্রায় ৮০% নির্ভর করে Post Title এর উপর। কারণ Title হচ্ছে পোষ্টের বিষয় বস্তুর সারসংক্ষেপ। কনটেন্ট নিংসন্দেহে SEO এর রাজা কিন্তু টাইটেলকে অনুসরণ করেই পোষ্টের কনটেন্ট হয়ে থাকে। একজন লেখক যদি পোষ্টের বিষয় বস্তুর সাথে মিল রেখে আকর্ষণীয় পোষ্ট টাইটেল লিখতে পারেন, তাহলে আমি মনেকরি ব্লগ পোষ্টের অভ্যন্তরিন বাকী SEO গুলি খুবই সহজে মেনটেইন করতে পারবেন। একটি সুন্দর ও অপটিমাইজ করা ব্লগ পোষ্ট টাইটেল যে কোন সার্চ ইঞ্জিন রোবটের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। আপনি কিভাবে সার্চ ইঞ্জিন Friendly ব্লগ Post Title লিখবেন এ নিয়ে ইতিপূর্বে বিস্তারিত পোষ্ট শেয়ার করেছি।

 ৩. পোষ্টের Meta Description:

বর্তমানে যত ধরনের Meta Tag রয়েছে তাদের মধ্যে Meta Description টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ ব্লগের পোষ্ট টাইটেলের পরেই সার্চ ইঞ্জিন Meta Description কে গুরুত্ব দিয়ে থাকে। কেউ যখন সার্চ ইঞ্জিনে কোন বিষয়ে খোঁজে, তখন সার্চ ইঞ্জিন প্রথমে Post এর টাইটেল দেখার পাশাপাশি Meta Description দেখে থাকে। এ ক্ষেত্রে সার্চকারীর ঐ কীওয়ার্ডটি যদি টাইটেল কিংবা Meta Description এর মধ্যে পাওয়া যায়, তাহলে খুব সহজে আপনার ব্লগের পোষ্টগুলি সার্চ রেজাল্টের প্রথম পাতায় আসার সম্ভাবনা তৈরি হয়ে যায়। এ ক্ষেত্রে পোষ্টের Meta Description টা অবশ্যই আপনার পোষ্টের বিষয়বস্তুর সাথে মিল রেখে গুরুত্বপূর্ণ কীওয়ার্ডের সমন্বয়ে হতে হবে। আমি অনেক ভালমানের ব্লগ দেখেছি যারা ব্লগের Meta Description ট্যাগটাকে কোন গুরুত্ব না দিয়ে পোষ্টের টাইটেলটি কপি করে Meta Description হিসেবে সেট করে রেখেছেন। এ ক্ষেত্রে আপনার ঐ Meta Description টি সার্চ ইঞ্জিনের কাছে কোন গুরুত্ব বহন করতে পারে না।

 ৪. পোষ্টের Permalink Structure:

একটি পোষ্টের সুগঠিত Url দেখতে যেমন সুন্দর মনে হবে, তেমনি সার্চ ইঞ্জিনের কাছে অনেক গুরুত্ব বহন করতে পারবে। আপনি যে বিষয় নিয়ে পোষ্ট করছেন সে বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে পোষ্টের Permalink গঠন করতে হবে। কারন পোষ্টের Permalink টি যদি পোষ্টের গুরুত্বপূর্ণ কীওয়ার্ডের সাথে মিল রেখে করেন, তাহলে সার্চ ক্যোয়ারী থেকে সার্চ রেজাল্টের ভাল অবস্থানে আসার অধীক সম্ভাবনা তৈরি হয়ে যায়। অনেকে এ বিষয়টিকে কোন গুরুত্ব না দিয়ে কোন রকম একটি Url লিখে থাকেন। উদাহরণ স্বরূপ-আপনি এন্ড্রয়েড নিয়ে একটি পোষ্ট করছেন। আপনার পোষ্টের Url টি যদি www.prozokti.com/2015/05/post7.html দিয়ে রাখেন, তাহলে সার্চ ইঞ্জিন পোষ্টের Url থেকে পোষ্টের বিষয় সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। অপর দিকে Url টির গঠন যদি www.prozokti.com/2015/05/poweramp-android-apk.html হয়, তাহলে সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারবে পোষ্টটি Poweramp Android Apk নিয়ে লিখা।

 ৫. পোষ্টের Heading Tags:

সাধারণত ব্লগের বিভন্ন গুরুত্বপূর্ণ Heading Tags গুলি H1, H2, H3 এবং H4 আকারে লিখা হয়ে থাকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এই ধরনের Heading Tags গুলি অনেক গুরুত্ব বহন করে থাকে। আপনি যখন কোন একটি পোষ্ট লিখবেন, তখন পোষ্টের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ Heading Tag টা থাকবে H1 আকারে। কারণ সার্চ ইঞ্জিনের কাছে যে কোন ব্লগের H1 ট্যাগটা অন্যান্য Heading Tag এর চাইতে বেশী গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তারপর বাকী Headings গুলি H2, H3 এবং H4 হয়ে ক্রমান্বয়ে ব্যবহার হতে থাকবে। এ নিয়ে আমরা ইতিপূর্বে Multiple Posts Titles এবং Multiple Header Title Tag নামে দুটি পোষ্ট শেয়ার করেছি।

 ৬. Content Interlinking:

আপনি যখন কোন একটি বিষয়ে নুতন পোষ্ট লিখবেন তখন পোষ্টটির সাথে সম্পৃক্ত অন্য দু-একটি পোষ্ট Anchor Text হিসেবে বিভিন্ন কীওয়ার্ডের সাথে লিংক করে দিতে পারেন। এ বিষয়টি যদিও আপনাকে সরাসরি সার্চ ইঞ্জিন হতে ভিজিটর এনে দিতে সক্ষম হবে না কিন্তু সার্চ ইঞ্জিন বা অন্য কোথা হতে আগত ভিজিটরদের ব্লগের অন্য পোষ্টগুলিতে ভিজিট করানোর মাধ্যমে দীর্ঘ সময় অবস্থান করিয়ে Page View বৃদ্ধি করতে সক্ষম হবে। তাছাড়া এটি আপনার ব্লগের Internal Backlink বাড়ীয়ে নিবে। তবে নতুন পোষ্টটির সাথে মিল নেই এমন কোন পোষ্ট লিংক করা থেকে বিরত থাকবেন। যদি অযথা যে কোন কীওয়ার্ডের সাথে লিংক করেন, তাহলে সার্চ ইঞ্জিন বট আপনার লিংকগুলিকে Spam হিসেবে ধরে নিতে পারে। সেই জন্য যখন কোন Internal লিংক তৈরি করবেন, সেটি যেন নতুন পোষ্ট এবং কীওয়ার্ডের সাথে মিল থাকে।

 ৭. অন্য ব্লগের সাথে Linking করাঃ

আপনার ব্লগের বিষয়ের সাথে মিল রয়েছে এমন ভালমানের Nofollow ও Dofollow ব্লগের সাথে কমেন্টের মাধ্যমে অথবা বিভিন্ন ফোরামে জয়েন করার মাধ্যমে External Backlink তৈরি করে নিতে পারেন। এটি আপনার ব্লগে সার্চ ইঞ্জিন হতে সরাসরি ভিজিটর এনে না দিলেও ঐ ব্লগের মাধ্যমে আপনার ব্লগে কিছু ভিজিটর এনে দিতে সক্ষম হবে। এ বিষয়টি আপনার ব্লগের র‌্যাংকিং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাছাড়া আপনি যদি এভাবে বিভিন্ন ভালমানের Dofollow ব্লগের সাথে লিংক তৈরি করতে পারেন, তাহলে আপনার ব্লগের Backlinks বৃদ্ধি পেতে থাকবে। আর আপনি নিশ্চয় জানেন যে, ব্লগের র‌্যাংকিং বৃদ্ধিতে Dofollow Backlinks গুরুত্বপূর্ণ অবদান রাখে।

 ৮. পোষ্টের Image Optimization:

Image হচ্ছে ব্লগ পোষ্টের গুরুত্বপূর্ণ একটি অংশ। ব্লগ পোষ্টে Image ব্যবহার করে যে কোন বিষয় সম্পর্কে পাঠকদের সুস্পষ্ট ধারনা দেয়া যায়। এমন কিছু পোষ্ট থাকে যে গুলিতে Image ব্যবহার না করলে পাঠকদের পরিষ্কার ধারনা দেয়া সম্ভবই হয় না। অন্যদিকে সার্চ ইঞ্জিনও আপনার ব্লগে সকল Image গুলিকে আলাদাভাবে সার্চ রেজাল্টে নিয়ে আসে। সাধারণত আপনি দেখে থাকেন যে, Google Search এর সার্চ রেজাল্টে Image নামে একটি ট্যাব থাকে। ওখানে ক্লিক করে কাঙ্খিত বিষয়ের অনেক Image পাওয়া যায়। আপনি যদি ব্লগের Image গুলি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলী করে লিখেন তাহলে ঐ Image থেকে অনেক ভিজিটর পাওয়ার সম্ভাবনা তৈরী হয়। ব্লগের Image এ বিভিন্ন ধররেন Alt Tag ও Caption এর মাধ্যমে Optimize করা যায়। কিভাবে পোষ্টের Image Optimize করতে হয় এ নিয়ে আমরা একটি বিস্তারিত পোষ্ট শেয়ার করেছি।

 ৯. Keyword Density বা ঘনত্বঃ

অনেক সময় বিভিন্ন নুতন ব্লগারদের ব্লগে দেখা যায় পোষ্টের মধ্যে ভালমানের কনটেন্ট রয়েছে কিন্তু কীওয়ার্ডের ঘনত্বের কারনে সম্পূর্ণ পোষ্টটি অস্পষ্ট হয়ে আছে। এ ক্ষেত্রে পাঠকরা এ ধরনের পোষ্ট পড়তে চান না। ফলে দেখা যায় পোষ্টে ভিজিটর পেয়েও কোন লাভ হচ্ছে না। এ জন্য আপনার ব্লগের Paragraph এর মাপটি সঠিক মাত্রায় নির্ধারন করে নিতে হবে, যাতেকরে একটি লাইন অপর লাইন হতে নির্দিষ্ট দুরত্বে থাকে। তাছাড়াও ব্লগ পোষ্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলিকে Bold, Italic ও বিভিন্ন কালার করার মাধ্যমে High Lights করতে পারেন। এ বিষয়টি আপনার পাঠকদেরকে কনটেন্টের প্রতি আকৃষ্ট করতে সমর্থ হবে।

সর্বশেষঃ আমরা On Page SEO এর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সহজে ধারনা দেয়ার পূর্ণাঙ্গ চেষ্টা করেছি। উপরের সকল বিষয়গুলি যথাযথভাবে অনুসরণ করে ব্লগিং চালিয়ে গেলে যে কেউ অল্প দিনে সার্চ ইঞ্জিন হতে ব্লগে পর্যাপ্ত ভিজিটর পেয়ে সাফল্যের ধারপ্রান্তে পৌছতে পারবে বলে আমার বিশ্বাস। এ বিষয়ে যদি কারো কোন প্রকার প্রশ্ন থাকে কিংবা মনে কোন খটকা তৈরি হয়, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কারণ আমরা প্রশ্নের মাধ্যমে যে কোন সমাধান দিতে অধিক পছন্দ করি।
Read More »

Meta Keywords ট্যাগ কি এবং SEO এর ক্ষেত্রে গুরুত্ব কতটুকো?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ব্লগার টেমপ্লেটের অভ্যন্তরে অনেক ধরনের Meta Tag ব্যবহার করার প্রয়োজন হয়। যদিও এই ধরনের Meta Tags ব্লগ/ওয়েবসাইটের Output এ দৃশ্যমান হয় না তবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে সেগুলি অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। যে কোন ধরনের ব্লগ/ওয়েবসাইটে ব্যবহার করারমত কয়েকশত ধরনের Meta Tags রয়েছে। তবে সেগুলি থেকে বাছাই করে মাত্র হাতে গণা কয়েকটি Meta Tags ব্লগে ব্যবহার করার প্রয়োজন হয়।
Meta Keywords ট্যাগ কি এবং SEO এর ক্ষেত্রে গুরুত্ব কতটুকু?
আমাদের ব্লগের কয়েক জন পাঠক বলেছিলেন তারা ব্লগের Meta Keywords Tags কি সেটা সম্পর্কে জানেন কিন্তু এর গুরুত্ব কতটুকো সে ব্যাপারে তারা পরিষ্কার নয়। সে জন্য এর গুরুত্ব সম্পর্কে একটি পোষ্ট শেয়ার করার জন্য অনুরোধ করেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা আজ আপনাদের এ ব্যাপারে পরিষ্কার ধারনা দেব।

 Meta Tags কি?

একটি ব্লগের সকল ধরনের বিষয় বস্তু সম্পর্কে সার্চ ইঞ্জিনকে সংক্ষেপে ধারনা দেয়ার একটি কার্যকরি উপায় হচ্ছে Meta Tag. এই ধরনের ট্যাগ ব্যবহার করে ব্লগের যে কোন পোষ্টের বিষয় সম্পর্কে যে কোন ধরনের ওয়েবমাষ্টার টুলকে পরিষ্কার ধারনা দেওয়া সম্ভব হয়। সাধারণত এ ধরনের Meta Tag ব্লগ/ওয়েবসাইটের <head> ট্যাগের নিচে HTML আকারে ব্যবহার করা হয়ে থাকে।

সতর্কতাঃ এটি কি তা জানার পর আপনি হয়ত ভাবছেন যত ধরনের Meta Tag রয়েছে তার সবগুলিই আপনার ব্লগে ব্যবহার করবেন। আপনি হয়ত জানেন না যে, এটি ব্যবহারে একদিকে যেমন অনেক সুবিধা রয়েছে অন্যদিকে এর ভূল ব্যবহারের ফলে সার্চ ইঞ্জিন যে কোন ব্লগকে Ignore করতে পারে। এতেকরে দেখা যাবে সার্চ ইঞ্জিন হতে ভাল ট্রাফিক পাওয়ার পরিবর্তে আপনার ব্লগের ভিজিটর আরও অনেকাংশে কমে যাবে। কাজেই এটি ব্যবহার করার পূর্বে প্রত্যেকটি Meta Tag সম্পর্কে ভালভাবে জেনে নিয়ে সঠিকভাবে ব্লগে যুক্ত করবেন। আমি অনেক ভালমানের বাংলা এবং ইংরেজী ব্লগ দেখেছি যারা একেবারে নিত্যান্ত অপ্রয়োজনীয় Meta Tags ব্লগে যুক্ত করে রেখেছেন। আমার মনেহয় তারা হয়ত বিষয়টি ভালভাবে বুঝতে পারছেন না যে, এর ফলে সার্চ ইঞ্জিন তাদের সাইটকে Ignore করছে। এভাবে যদি অপ্রয়োজনীয় Meta Tags ব্লগে যুক্ত করা থাকে তাহলে একসময় সার্চ ইঞ্জিন সম্পূর্ণ ব্লগকে Spam হিসেবে গন্য করে নেবে।

 Meta Keywords Tag কি?

একটি ব্লগে যে সকল বিষয়বস্তু রয়েছে তার প্রধান এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কয়েকটি Words এর সমন্বয়ে Meta Keywords Tag তৈরি করা হয়। যেমন ধরুন-আপনি এন্ড্রয়েড নিয়ে ব্লগিং করেন। তাহলে আপনার ব্লগের এন্ড্রয়েড সম্পর্কিত সবচাইতে গুরুত্বপূর্ণ এবং যে Word গুলি দিয়ে সার্চ ইঞ্জিনে বেশী খোঁজার সম্ভাবনা থাকে সেগুলিই হবে আপনার ব্লগের Meta Keywords. 

Meta Keywords Tag এর গুরুত্বঃ বর্তমান সময়ের সবচাইতে বহুল ব্যবহৃত Google Search Engine সরাসরি বলছে যে, তারা সার্চ রেজাল্ট এবং র‌্যাংকিং এর ক্ষেত্রে Meta Keywords Tag-কে কোন গুরুত্বই দিচ্ছে না। এ ক্ষেত্রে তারা ভালমানের Page Title এবং Meta Descriptions এর প্রতি অধিক গুরুত্ব দেয়ার জন্য তাগিদ দিচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী একটি আকর্ষনীয় Page Title এবং Meta Descriptions যে কোন ধরনের Meta Keywords এর চাইতে অধিক গুরুত্ব বহন করে। কাজেই Google Search Engine সরাসরি Meta Keywords ব্যবহার না করা পক্ষেই সাপোর্ট দিচ্ছে।

অন্যান্য সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে Keywords এর গুরুত্বঃ সম্প্রতি Google Search Engine এর মত Microsoft এর Bing সার্চ ইঞ্জিনও Meta Keywords ব্যবহার না করার পক্ষেই কথা বলছে। তারাও বলছে তাদের সার্চ ইঞ্জিনেও কোন কিছু খোঁজার ক্ষেত্রে Meta Keywords-কে কোন গুরুত্ব দেয়া হচ্ছে না। গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিনের মধ্যে কেবলমাত্র Yahoo বর্তমানে Meta Keywords ব্যবহার করছে। কাজে আপনি নিজেই এখন অনুধাবন করতে পারছেন যে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে একটি ব্লগের জন্য Meta Keywords Tag এর গুরুত্ব কতটুকো।

 কিভাবে ব্লগে Meta Keywords ব্যবহার করতে হয়?

আপনি হয়ত ভাবছেন এতকিছুর পরও কেন Meta Keywords ব্লগে যুক্ত করার পদ্ধতী দেখাচ্ছি। এ বিষয়টি আমরা কেবলমাত্র জানার জন্য শেয়ার করছি। কারণ আমি অনেক ভালমানের ব্লগেও Meta Keywords ট্যাগকে ভূলভাবে ব্যবহার করতে দেখেছি। আমি চাচ্ছি যে, এত কিছুর পরও যারা ব্লগে Meta Keywords ট্যাগ ব্যবহার করছেন তারা অন্তত সঠিকভাবে যুক্ত করুক।
  • প্রথমে ব্লগে লগইন করুন।
  • তারপর Template > Edit Html এ ক্লিক করুন।
  • এখন কিবোর্ড হতে Ctrl+F চেপে <head> অংশটি সার্চ করুন।
  • তারপর নিচের Meta Keywords ট্যাগটি <head> এর নিচে পেষ্ট করুন।
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<meta content='Prozokti, Blogspot, Blogger Tutorial, Widgets, SEO, Online Earning' name='keywords'/>
</b:if>
<b:if cond='data:blog.homepageUrl != data:blog.url'>
<meta expr:content='data:blog.pageName + &quot;, &quot; + data:blog.title' name='keywords'/>
</b:if>
  • উপরের ম্যাটা ট্যাগটির নীল কালারের প্রত্যেকটি Words আপনার ব্লগের Home Page এর Keywords এর ক্ষেত্রে সার্চ ইঞ্জিন Highlights করবে। নীল কালারের অংশটিতে আপনার ব্লগের গুরুত্বপূর্ণ Keywords ব্যবহার করবেন।
  • অন্যদিকে সবুজ কালারের ম্যাটা ট্যাগটি Posts Page এর ক্ষেত্রে আপনার ব্লগের পোষ্ট টাইটেল এবং ব্লগ টাইটেল-কে Meta Keywords হিসেবে ব্যবহার করবে। 
  • নোটঃ আপনার ব্লগের Meta Keywords গুলি অবশ্যই ২৫৬ টি অক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। অধীকন্তু সার্চ ইঞ্জিন হতে আরও ভাল ফলাফল পাওয়ার জন্য ৫০-৬৮ টি অক্ষরের মধ্যে রাখবেন। কারণ অধিক লম্বা বা বেশী অক্ষরের Keywords-কে সার্চ ইঞ্জিনের Crawl ও Index করতে পছন্দ করে না।
  • সবশেষে Template টি অবশ্যই Save করে নিবেন। That's all.

 উপরের ট্যাগটিতে সচরাচর যে সমস্ত ভূল করা হয়ঃ

আমাদের উপরের সঠিকভাবে Optimize করা এবং নিচের ভূল Meta Keywords ট্যাগটির পার্থক্য দেখুন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্য কোনটি ব্যবহার করা উচিত কিংবা আপনি ইতিপূর্বে আপনার ব্লগে ভূল Meta Keywords ব্যবহার করছেন কি না?
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<meta content='Prozokti, Blogspot, Blogger, Blogger Tutorial, Blogger Widgets, Blogspot SEO, Online Earning' name='keywords'/>
</b:if>
<b:if cond='data:blog.homepageUrl != data:blog.url'>
<meta expr:content='data:blog.pageName + &quot;, &quot; + data:blog.pageTitle + &quot;, &quot; + data:blog.title' name='keywords'/>
</b:if>
  • উপরের লাল Keywords গুলিতে দেখুন প্রত্যেকটি ওয়ার্ডের সাথে বার বার Blogger শব্দটি ব্যবহার করা হয়েছে। যেটি Keywords Tag এর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূল। আপনার ব্লগটি যদি Android সম্পর্কিত হয় তাহলে আপনি নিশ্চয় এভাবে লিখবেন Android, Android Tips, Android Tricks, Android Apps, Android Apps Download, Paid Apps ইত্যাদি ইত্যাদি। এখানে আপনি বার বার Android এবং Apps লিখে ভূল করছেন। এ ক্ষেত্রে গুগল সরাসরি বলছে এ ধরনের Keywords কে সার্চ ইঞ্জিন Spam হিসেবে গণ্য করবে। 
  • পিংক কালারের দ্বিতীয় লাইনটিতে ঠিক একই ভূল করা হয়েছে। এ ট্যাগটি প্রথমে আপনার ব্লগের Post Title + Blog Title পরে আবার Blog Title + Post Title এবং আবারও Blog Title কে রিপিট করছে। যার ফলে একই শব্দ বার বার ব্যবহার করে ভূল করছেন।
উপসংহারঃ উপরের সবগুলি অংশ এর মাধ্যমে Meta Keywords ট্যাগ কি এবং কতটুকো গুরুত্ব বহন করছে তার সম্পর্কে বিস্তারিত ধারনা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি আমরা এ সম্পর্কে কিছুটা হলেও ধারনা দিতে সক্ষম হয়েছি। তারপরও যদি আপনার কোন অংশে খটক তৈরি হয় তাহলে আমাদের জানাতে পারেন।
Read More »

Meta Description এর গুরুত্ব এবং কিভাবে ব্লগে যুক্ত করতে হয়?

ব্লগার টেমপ্লেটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য Meta Description অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি Meta Tag. যে কোন ব্লগকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসার জন্য বর্তমান সময়ের সবচাইতে বহুল ব্যবহৃত Google, Yahoo এবং Bing সার্চ ইঞ্জিন ব্লগ পোষ্টের Title ও Meta Description-কে অধীক গুরুত্ব দিয়ে থাকে। সার্চ ইঞ্জিন সাধারণত ব্লগের র‌্যাংক অনুসারে যে কোন ব্লগের গুরুত্বপূর্ণ পেজ টাইটেল এবং Meta Description এর উপর ভিত্তি করে সার্চ রেজাল্টে প্রদর্শন করে। এ ক্ষেত্রে যার ব্লগের র‌্যাংক যত ভাল এবং ব্লগ পোষ্টের টাইটেল এবং Meta Description যত ইউনিক তার ব্লগটি সার্চ ইঞ্জিনের তত উপরে থাকবে।
Meta Description এর গুরুত্ব এবং কিভাবে ব্লগে যুক্ত করতে হয়?
অধীকন্তু ব্লগের Meta Description সঠিকভাবে সেট না করা অবদি সার্চ ইঞ্জিন, Google+, Facebook এবং অন্যান সোসিয়াল মিডিয়াগুলিও ব্লগের ও ব্লগ পোষ্টের Description সঠিকভাবে শো করবে না। একটি ব্লগের এবং ব্লগ পোষ্টের ইউনিক, পরিষ্কার এবং ভালমানের Meta Description ব্লগে অধিক সংখ্যক ভিজিটর পাওয়ার সম্ভাবনা তৈরি করে।

 Meta Description কি?

অন্যান্য সকল Meta ট্যাগের মত এটিও একটি মেটা ট্যাগ যেটি ব্লগের বাহিরের কোথাও দেখা যায় না, কেবল সার্চ ইঞ্জিন রুবটগুলি দেখতে পায়। এটির মাধ্যমে সার্চ ইঞ্জিন ব্লগ পোষ্টের বিষয়বস্তু সম্বন্ধে একটি সংক্ষিপ্ত ধারনা নিতে পারে। সাধারণত ব্লগার ব্লগ স্পেসসহ ১৫০ অক্ষরের মধ্যে Meta Description লিখার জন্য সাজেস্ট করে। কারণ সার্চ ইঞ্জিন ১৬০ টির অধিক সংখ্যক অক্ষর সার্চ রেজাল্টে প্রদার্শন করে না।

 Meta Description এর গুরুত্ব কতটুকো?

সব ধরনের সার্চ ইঞ্জিন যে কোন ব্লগের কনটেন্টের সাথে সাথে মেটা ট্যাগটিও Crawl ও Index করে নেয়। যখন সার্চ ইঞ্জিনে Keyword ব্যবহার করে কোন কিছু খোঁজা হয়, তখন সার্চ ইঞ্জিন প্রথমে ব্লগের র‌্যাংক অনুযায়ী ব্লগ পোষ্টের Meta Description যাচাই-বাছাই করে দেখে। তখন সার্চ ইঞ্জিন সার্চ Quarry অনুসারে অধিক গুরুত্বপূর্ণ এবং অর্থ বহুল Description এর সমন্বয়ে তৈরি ভালমানের র‌্যাংকের ব্লগগুলির লিংক ধারাবাহিকভাবে সার্চ ইঞ্জিনের পাতায় প্রদর্শন করায়। কাজেই Meta Description টি যেমন ভালমানের Keywords সমৃদ্ধ হতে হয় তেমনি অর্থবহ হওয়া বাঞ্চনীয়।

সার্চ ইঞ্জিন যদি কারও সার্চ Quarry অনুসারে কোন ব্লগের Meta Description খোঁজে পায়, তাহলে সার্চ ইঞ্জিনের Snipest এ পোষ্টের Title দেখানোর পাশাপাশে পোষ্টটির Text হিসেবে Meta Description টুকুও প্রদর্শন করবে। তখন পাঠক ঐ ব্লগ পোষ্টের প্রতি অধিক আকৃষ্ট হবে এবং পোষ্টটি অবশ্যই ভিজিট করতে চাইবে।

 কিভাবে ব্লগে যুক্ত করতে হয়?

  • প্রথমে ব্লগে লগইন করুন।
  • ব্লগার ড্যাশবোর্ড হতে Settings > Search preferences > Meta tags > Description হতে Edit অপশনে ক্লিক করুন।
  • তারপর ‘Yes’ বাটনে ক্লিক করুন। নিচের চিত্রে দেখুন-
Meta Description এর গুরুত্ব এবং কিভাবে ব্লগে যুক্ত করতে হয়?
  • উপরের লাল কালারের মাধ্যমে লিখা খালি বক্সে ১৫০ টি অক্ষরের মধ্যে আপনার ব্লগের ধরনানুযায়ী একটি অর্থ বহুল Meta Description লিখুন। এ Meta Description কেবলমাত্র আপনার ব্লগের Home Page এর ক্ষেত্রে ব্যবহৃত হবে।
  • তারপর Save Changes এ ক্লিক করুন।

 কিভাবে প্রত্যেকটি পোষ্টে Meta Description যুক্ত করবেন?

  • কোন নতুন পোষ্ট লিখার সময় ব্লগের পোষ্ট Editor এর ডান পাশে নিচের চিত্রেরমত কিছু অপশন দেখতে পাবেন। চিত্রে দেখুন-
Meta Description এর গুরুত্ব এবং কিভাবে ব্লগে যুক্ত করতে হয়?
  • উপরের চিত্রের Search Description অপশনে ক্লিক করলে এই খালি বক্সটি দেখতে পাবেন। এখানে প্রত্যেকটি পোষ্টের বিষয়বস্তুর সাথে মিল রেখে ভালমানের Description লিখবেন। প্রতিটি পোষ্টেই এই অপশনটি দেখতে পাবেন।
  • Description লিখার পর Done এ ক্লিক করুন। That's all.

 কিভাবে পরীক্ষা করবেন?

উপরের সব কিছু ঠিকঠাক করার পর আপনার ব্লগের Meta Description সঠিকভাবে কাজ করছে কি না সেটাই যাচাই করার জন্য অনলাইনে বিভিন্ন টুলস রয়েছে। আপনি ইচ্ছে করলে সেগুলির যে কোন একটির মাধ্যমে যাচাই করে নিতে পারেন। আমি এই লিংক থেকে Meta Tag Analyzer এর মাধ্যমে চেক করে নেয়ার জন্য পরামর্শ দেব। আপনার ব্লগের সব কিছু ঠিক থাকলে Meta Description টি দেখতে পাবেন। আর যদি Meta Description টি দেখতে না পান তাহলে আপনাকে নিচের ছোট ট্রিকসটি ফলো করতে হবে।
  • ব্লগার ড্যাশবোর্ড হতে Template > Edit Html এ ক্লিক করুন।
  • এখন কিবোর্ড হতে Ctrl+F চেপে <head> অংশটি সার্চ করুন।
  • নিচের Meta কোডগুলি <head> ট্যাগের নিচে পেষ্ট করুন।
<b:if cond='data:blog.metaDescription != &quot;&quot;'>
  <meta expr:content='data:blog.metaDescription' name='description'/>
</b:if>
  • সবশেষে Template Save করুন।
সাহায্য জিঞ্জাসঃ আশাকরছি আমি Meta Description এর গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে আপনাদের কিছুটা হলেও পরিষ্কার ধারনা দিতে পেরেছি। অনেকে ভেবে থাকেন যেহেতু এটি ব্লগের বাহিরে প্রদর্শন হচ্ছে না সেহেতু এটি তেমন গুরুত্ব বহন করে না। এই পোষ্টের মাধ্যমে আমি অন্তত তাদের ধারনার কিছুটা পরিবর্তন আনতে পারব। সর্বোপরি বিষয়টি নিয়ে কারও কোন বুঝতে অসুবিধা হলে কিংবা প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন। আমরা সব সময় প্রশ্ন ভিত্তিক উত্তর পছন্দ করি এবং যথাসময়ে সঠিক প্রতি উত্তর দেয়ার চেষ্টা করি।
Read More »

Backlink কি এবং Backlinks এর গুরুত্ব কতটুকো?

Backlink কিঃ Search Engine Optimization (SEO) এর পরিভাষায় Backlinks বলতে বুঝায় অন্যের ব্লগ কিংবা ওয়েবসাইটের সাথে নিজের ব্লগটির Hyperlink তৈরী করা, যার মাধ্যমে উক্ত লিংক থেকে আপনার ব্লগে ভিজিটর আসার সম্ভাবনা তৈরী করে দেয়। আরও সহজভাবে বল্লে দাড়ায় যে, Backlink মানে হচ্ছে অন্যের ব্লগের সাথে আপনার নিজের ব্লগটি Linking করা, অর্থাৎ আপনার ব্লগের Url টি অন্য কারও ব্লগে সংযোগ করা।
What-is-back-link
উদাহরনস্বরূপঃ আপনার একটি ব্লগ আছে এবং আপনার ব্লগের Url টি অন্য কারও ব্লগে যুক্ত করলেন, তাহলে আপনি ঐ ব্লগ হতে আপনার ব্লগের একটি Backlink পেয়েছেন বলে ধরে নেয়া হবে। মনে করুন আপনার ব্লগটির নাম “ব্লগার ট্রিকস” এবং যার ব্লগে আপনার ব্লগের লিংকটি যুক্ত করেছেন তার ব্লগের নাম “এন্ড্রয়েড ট্রিকস”- এ ক্ষেত্রে আপনি “এন্ড্রয়েড ট্রিকস” নামক ব্লগটি হতে আপনার ব্লগের একটি Backlink পেয়েছেন বলে গন্য হবে। এ ভাবে আপনি যতটি ব্লগের সাথে নিজের ব্লগের Url টি যুক্ত করবেন আপনার ব্লগের Backlink তত বাড়তে থাকবে। এটি Search Engine Optimization (SEO) এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। Backlinks হচ্ছে Off Page Optimization এর একটি কার্যকরী অংশ।

  • Backlinks এর গুরুত্বঃ Search Engine Optimization এর ক্ষেত্রে Backlinks খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। আপনার ব্লগটিকে যদি Search Engine এর কাছে গুরুত্বপূর্ণ এবং গ্রহনীয় করে তুলতে চান তাহলে অবশ্যই আপনার ব্লগের Backlinks তৈরী করে নিতে হবে। যার ব্লগের Backlinks যত বেশী তার ব্লগটি সার্চ ইঞ্জিনের কাছে তত বেশী গ্রহনযোগ্যতা পাবে। আপনার ব্লগের প্রতিটি Backlinks কে ব্লগের এক একটি ভোট হিসেবে মনে করতে পারেন।
  • আপনি কখনই চাইবেন না অযোগ্য কিংবা কোন খারাপ লোককে আপনার ব্লগের Author হিসেবে যুক্ত করতে। তেমনি সার্চ ইঞ্জিনও চায়না কোন অযোগ্য ব্লগকে তাদের সার্চ ইঞ্জিনের ভাল অবস্থানে রাখতে। এ ক্ষেত্রে আপনার ব্লগে যত বেশী Dofollow Backlinks থাকবে আপনার Page Ranking ভাল অবস্থানে থাকবে। গুগল সার্চ ইঞ্জিন Backlinks অনুযায়ি সাবার ব্লগকে Page Rank দিয়ে থাকে, অর্থাৎ যার ব্লগের Backlinks যত বেশী তার ব্লগের Ranking তত ভাল হবে। 
  • আরেকটি উদাহরণঃ মনে করুন আপনার পিছনে ১০০ জন লোক রয়েছে। এই ১০০ জন লোকের মধ্যে ৮০% লোক রয়েছে অন্ধ, বধির এবং পা বিহীন। তাহলে এই ৮০ জন লোক দিয়ে কি আপনি কিছু করতে পারবেন? উত্তর এক কথায় হবে, না। তবে আপনার পিছনের ১০০ জন লোকের মধ্যে যদি ২০% লোক শক্তিশালী ও যোগ্যতা সম্পন্ন হয় তাহলে এই ২০ জন লোক দিয়ে যে কোন কিছু করতে পারবেন।
  • এখন উদাহরণ থেকে মূল কথা আসি। ধরুন আপনি বিভিন্ন ব্লগ হতে আপনার ব্লগের জন্য ১০০ Backlinks পেলেন। তাহলে সব ব্লগ গুলি যদিও সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হবে না, তবে ২০% ব্লগ অবশ্যই গুরুত্বর্পূ হিসেবে গন্য হবেই। এই ২০% ব্লগ থেকে আপনি অনেক Benefit অর্জন করত পারবেন। 
শেষ কথাঃ উপরের আলোচনা থেকে আপনি নিজেই অনুধাবন করতে পারবেন Backlink কি এবং Backlink গুরুত্ব কতটুকো। তবে ব্যাকলিংক বাড়াতে গিয়ে যার তার ব্লগে আপনার ব্লগটি যুক্ত করতে যাবেন না। এতে করে Spam এর শিকার হতে পারেন। এ বিষয় নিয়ে পরবর্তীতে কোন এক পোষ্টে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ্।
Read More »

সার্চ ইঞ্জিন কি এবং কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে?

সার্চ ইঞ্জিন কি এবং কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে?ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্নভাবে তাদের প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করে থাকেন। কেউ সরাসরি এড্রেস লিখে তার কাঙ্খিত ওয়েবসাইট ভিজিট করে থাকেন। আর যাদের নির্দিষ্ট সাইটের এড্রেস জানা থাকে না তারা সাধারণত সার্চ ইঞ্জিনে বিভিন্ন কীওয়ার্ড লিখে সার্চ দেন। তখন সার্চ ইঞ্জিন তার কীওয়ার্ড অনুযায়ী বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Google, Yahoo এবং  Bing সার্চ ইঞ্জিন। বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিনের উপর নির্ভরশীল। সার্চ ইঞ্জিনের মাধ্যমে কোন এড্রেস না জেনেই অনেক সহজে প্রয়োজনীয় তথ্য বা ওয়েবসাইট খুজে পাওয়া যায়। তাই ইন্টারনেট ব্যবহারকারী এবং ওয়েব ডেভেলপারদের কাছে সার্চ ইঞ্জিনের গুরুত্ব অনেক বেশি।
Read More »

Badiuzzaman ( Rubel )