*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

কিভাবে Responsive Blogger Template তৈরি করতে হয়

কিভাবে Responsive Blogger Template তৈরি করতে হয়?Responsive Web Designs বর্তমান সময়ে একটি প্রফেশনাল ওয়েব ডিজাইনে পরিনত হয়েছে। এক সময় ছিল যখন কোন ব্লগ/ওয়েবসাইট Responsive ছিল না, কিন্তু বর্তমান সময়ে সবাই তাদের ব্লগকে Responsive Designs আকারে গঠন করতে চায়। টপ লেভেলের ব্লগ ডিজাইনাররা বিভিন্ন মোবাইল ডিভাইসের উপযোগী করার জন্য তাদের ব্লগগুলি Responsive করে নিয়েছেন। যে কোন Responsive ব্লগের স্পীড অন্যান্য নরমাল ব্লগের চাইতে অনেকগুন বেশী হয়ে থাকে।
Read More »

কিভাবে Professional Blogger Template তৈরি করবেন?

কিভাবে Professional Blogger Template তৈরি করবেন?যে কোন পার্সনাল কিংবা ব্যবসায়িক ব্লগের জন্য Google Blogger হচ্ছে ভালমানের একটি প্লাটফর্ম। কোন প্রকার সমস্যার কথা চিন্তা না করে অনায়াসে ব্লগার দিয়ে ব্লগিং চালিয়ে যেতে পারেন। একটি ভালমানের হোস্টিং কোম্পানি যে সব নিশ্চয়তা দিতে পারে না, গুগল ব্লগার অনায়াসে সে সব নিশ্চয়তা দিতে সক্ষম। কাজেই কোন প্রকার সমস্যা ছাড়াই আপনার ইচ্ছামত স্বাধীনভাবে ব্লগার ব্লগ দিয়ে ব্লগিং চালিয়ে যেতে পারেন।
গুগল ব্লগারের সবচেয়ে ভাল সুবিধা হচ্ছে ব্লগ তৈরি করার জন্য ওয়েব ডিজাইন সম্পর্কে তেমন কোন অভীজ্ঞতার প্রয়োজন হয় না। কোন প্রকার ওয়েব কোডিং জ্ঞান ছাড়াও মাত্র কয়েক ধাপ অনুসরণ করে একটি ব্লগ তৈরি করে নেয়া যায়। অধীকন্তু আর বড় সুবিধা হচ্ছে যে, কেউ যদি ওয়েব ডিজাইন সম্পর্কে অভীজ্ঞতা সম্পন্ন হন তাহলে টেমপ্লেট কাষ্টমাইজ করে ইচ্ছামত ডিজাইন করা যায়। গুগল ব্লগার টিম টেমপ্লেট কাষ্টমাইজ করার ক্ষেত্রে কোন নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে দেয়নি। কাজেই আপনি যদি ওয়েব ডিজাইন সম্পর্কে অভীজ্ঞতা সম্পন্ন হন তাহলে যে কোন ধরনের প্রফেশনাল ব্লগ তৈরি করতে পারবেন।
Read More »

কিভাবে Facebook App ID তৈরী করতে হয় ?

Facebook App ID
ফেইসবুকের অনেক টুকি-টাকি বিষয় আছে যে গুলি আমরা জানি না বা আসলে জানতে চেষ্টা করিনা। কিন্তু যারা ওয়েব ডেভেলপমেন্ট কিংবা সোসিয়াল মিডিয়ায় কাজ করেন তাদের জন্য এই বিষয়গুলি জানা আবশ্যক। Facebook App ID ব্যবহার করে আমরা ফেইসবুকের অভ্যন্তরিন অনেক বিষয় জেনে নিতে পারি। যেমন-আপনার পেইজে আজ কত লোক ভিজিট করলো, কে কোন পোষ্ট গুলি দেখলো কিংবা কোন পোষ্ট গুলিতে কমেন্ট করলো ইত্যাদি আরও অনেক বিষয়। তাছাড়া ব্লগে কিংবা ওয়েভসাইটে ফেইসবুক কমেন্ট বক্স যুক্ত করতে গেলে অনেক সময় এই Facebook App ID এর প্রয়োজন হয়। এছাড়াও যারা ফেইসবুক এর বিভিন্ন App Development এ কাজ করেন তাদের অবশ্যই এই Facebook App ID তৈরী করে নিতে হবে। নিচে আমি আপনাদের দেখাবো কিভাবে অতি সহজেই আপনার Facebook App ID তৈরী করে নিতে পারেন। তাহলে আর কোন বিষয় না বলে এবার কাজের কথায় আসি।
Read More »

কিভাবে Blogger Image শুধুমাত্র Post Page থেকে Hide করবেন

সম্প্রতি আমাদের ব্লগের Admin মোঃ হারুন-অর-রশিদ একটি পোষ্টে বর্ণনা করেছিলে যে, ব্লগার Widgets কিভাবে Show এবং Hide করতে হয়। আমার কাছে পোষ্টটি খুবই ভাল লেগেছিল। কারণ সেখানে বিষয়গুলি এত সুন্দরভাবে বিশ্লেষনাত্মকভাবে সে বর্ণনা করেছিল। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লগের যে কোন Image কে শুধুমাত্র Post Page থেকে Hide করবেন, কিন্তু Home Page এ ইমেজটি শো করবে। আপনারা যদি আমাদের ব্লগটি ভালভাবে দেখেন, তাহলে দেখবেন কিছু পোষ্টের Image রয়েছে যেগুলি শুধুমাত্র Home Page এ শো করছে কিন্তু Post Page এ দেখাচ্ছে না।

প্রায় সব ধরনের ব্লগে এ ধরনের টেকনিক ব্যবহার করা হয়। কারণ ব্লগের Home Page Thumbnail হিসেবে যে ছবিটি দেখানো হয় সেটি অনেক সময় Post Page এ দেখানোর কোন প্রয়োজন হয় না। তখন আপনাকে এ ধরনের টেকনিক ফলো করতে হয়।
Read More »

কিভাবে Blogger Image এর Border এবং ‍Shadow Remove করবেন

সব ধরনের ব্লগার Default টেমপ্লেটের ছবিতে Border এবং ‍Shadow দেয়া থাকে। আসলে Blogger Developer Team হয়তো ব্লগের ছবিগুলির সুন্দর্য বৃদ্ধি করার জন্য দিয়েছিল। অনেকেই আছে যারা ব্লগের এই ধররেন Border এবং ‍Shadow পছন্দ করে না, আবার অনেকেই আছে ব্লগের এই Border এবং ‍Shadow পছন্দ করে। কাজেই যারা এটি Remove করতে চায় তাদের কথা ভেবে আমি আজকের পোষ্টটি দিচ্ছি।
remove-border-from-images
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন যে, ব্লগের ছবিতে Border এবং ‍Shadow সহ কি রকম দেখাচ্ছে এবং Border এবং ‍Shadow ছাড়া কি রকম দেখাচ্ছে। কাজেই আপনি এখন নিজেই বুঝতে পারবেন যে, Border এবং ‍Shadow Remove করবেন কি না।
Read More »

ব্লগার Template থেকে স্থায়ীভাবে Navbar ও Attribution Widget ডিলিট করুন

ব্লগার Template থেকে স্থায়ীভাবে Navbar ও Attribution Widget ডিলিট করুনপ্রফেশনাল ব্লগার টেমপ্লেট তৈরির ৩য় পর্ব শুরু করছি। আমাদের আজকের পর্ব কিভাবে ব্লগার Template থেকে স্থায়ীভাবে Navbar ও Attribution Widget ডিলিট করতে হয়? সব ধরনের কাষ্টম টেমপ্লেটে লক্ষ্য করলে দেখবেন টেমপ্লেটের বাহিরে এবং Layout অংশে Navbar ও Attribution Widget টি খোঁজে পাওয়া যায় না। কারণ এটি টেমপ্লেটের ভীতর থেকে স্থায়ীভাবে মুছে দেয়া হয়। এগুলি স্থায়ীভাবে ডিলিট না করলে টেমপ্লেট কাষ্টমাইজ করতে অসুবিধা হয়।
আমরা ইতিপূর্বে ব্লগার টেমপ্লেট থেকে Attribution Widget Remove করার একটি পোষ্ট শেয়ার করেছি। সেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে শুধুমাত্র টেমপ্লেটের Output থেকে এটি Remove করবেন। ঐ পদ্ধতিতে যদিও ব্লগার টেমপ্লেটের Output থেকে এটি Remove হবে কিন্তু Layout অপশনে থেকে যাবে। আমরা আজ যেটি শেয়ার করছি সেটির মাধ্যমে টেমপ্লেট থেকে স্থায়ীভাবে Navbar ও Attribution Widget ডিলিট হয়ে যাবে অর্থাৎ এ দুটি অপশন টেমপ্লেটের আর কোথাও থাকবে না। যার ফলে টেমপ্লেট কাষ্টমাইজ করতে সহজ হবে।
Read More »

Shortcut of Symbol create - কম্পিউটার ব্যবহার কারীদের জন্য খুব মজার কিছু টিপস যা আপনার কাজে লাগবেই!!

আপনাদের মধ্যে যারাই কম্পিউটারে লেখা লেখি করেন তাদের জন্য এই পোস্টটি অনেক কাজের একটি পোস্ট। যেমন কম্পিউটারের কীবোর্ড দিয়ে লেখার সময় আমাদের প্রায় সময়ই বিভিন্ন SYMBOL বা চিহ্ন ব্যবহার করতে হয় কিন্তু আমাদের অনেকেই এই চিহ্নগুলো কিভাবে একটি নির্দিষ্ট লেখার ভিতর দিতে হয় তা জানিনা!! তাই আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে খুব দ্রুত কীবোর্ড দিয়ে শটকাট কি ব্যবহার করে যেকোনো লেখার ভিতর বিভিন্ন প্রয়োজনীয় SYMBOL বা চিহ্ন দেওয়া যায়।
Read More »

সার্চ ইঞ্জিন কি এবং কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে?

সার্চ ইঞ্জিন কি এবং কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে?ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্নভাবে তাদের প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করে থাকেন। কেউ সরাসরি এড্রেস লিখে তার কাঙ্খিত ওয়েবসাইট ভিজিট করে থাকেন। আর যাদের নির্দিষ্ট সাইটের এড্রেস জানা থাকে না তারা সাধারণত সার্চ ইঞ্জিনে বিভিন্ন কীওয়ার্ড লিখে সার্চ দেন। তখন সার্চ ইঞ্জিন তার কীওয়ার্ড অনুযায়ী বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Google, Yahoo এবং  Bing সার্চ ইঞ্জিন। বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিনের উপর নির্ভরশীল। সার্চ ইঞ্জিনের মাধ্যমে কোন এড্রেস না জেনেই অনেক সহজে প্রয়োজনীয় তথ্য বা ওয়েবসাইট খুজে পাওয়া যায়। তাই ইন্টারনেট ব্যবহারকারী এবং ওয়েব ডেভেলপারদের কাছে সার্চ ইঞ্জিনের গুরুত্ব অনেক বেশি।
Read More »

কিভাবে ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?

কিভাবে ওয়েবসাইট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়কিছু দিন আগে Blogger Sitemap তৈরী এবং Google Search Engine এ সাবমিট করার পদ্ধতি সংক্রান্ত একটি পোষ্ট শেয়ার করেছিলাম। সেখানে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে শুধুমাত্র Google Search Engine এ কোন ব্লগ/ওয়েবসাইট সাবমিট করতে হয়। তারই ধরাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে যে কোন ব্লগ/ওয়েবসাইট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়।
বর্তমান সময়ে সার্চ ইঞ্জিনের ৮০% কাজ সবাই গুগল সার্চ ইঞ্জিন হতে সেরে নেয় এবং বাকী ২০% Bing ও Yahoo সার্চ ইঞ্জিন হতে সম্পন্ন করে। এই জন্য সবাই গুগল সার্চ ইঞ্জিনকে টার্গেট করে। তবে বাকী ২০% পেতে চাইলে আপনার ওয়েবসাইটটি অবশ্যই Bing ও Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে।
Read More »

Blogger Sitemap তৈরী এবং Google Search Engine এ সাবমিট করা

Submit-Blogger-Sitemap-to-Googleবর্তমান সময়ে ইন্টারনেট বিশ্বের সবচেয়ে বেশী ব্যবহৃত সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। ইন্টারনেট হতে প্রায় ৮০% এরও বেশী প্রয়োজন সবাই গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে মিটিয়ে নেয়। এ জন্য যত ধরনের টপ লেভেলের ওয়েব ডেভেলপাররা আছে তারা সবাই গুগল সার্চ ইঞ্জিনকে টার্গেট করে। কারণ গুগল সার্চ ইঞ্জিনকে ভাল ভাবে ধরতে পারলে আপনার ব্লগে ৮০% এরও বেশী ভিজিটর পাওয়ার সম্ভাবনা তৈরী হয়ে যায়। আর বকী ২০% ভিজিটর পাওয়ার জন্য আপনি Bing এবং Yahoo সার্চ ইঞ্জিন-কে টার্গেট করতে পারেন। এই তিনটি সার্চ ইঞ্জিন সঠিকভাবে অপটিমাইজ করতে পারলেই আপনি শতভাগ ভিজিটর পাওয়ার আশা করতে পারবেন। তবে আমি আজকে Bing এবং Yahoo নিয়ে কোন আলোচনা করবো না। আমি আজকে দেখাবো কিভাবে Google Webmaster Tools এ সাইটম্যাপ সাবমিট করবেন।
Read More »

Install Windows XP/7/8/10 directly from Hard drive – NO DVD or USB needed!

Picture of Install Windows 8 directly from Hard drive – NO DVD or USB needed!For example, you have a netbook or desktop that you want to install Windows 8 onto, but can’t use DVD or USB for whatever reason (or don't want to, like me). This method will allow you to boot and install Windows directly from the hard drive. This guide involves plugging the hard drive into another working computer, preparing the hard drive, placing it back in the system, and installing Windows as usual.

This was tested with Windows 8 and Windows 8.1.  The guide for Windows 7 is exactly the same.

Read More »

গ্রাফিক্স কার্ড কিনতে গিয়ে যে ভুল গুলো আপনি করেন

আপনাদের মনে আছে কিনা জানি না, তবে বেশ কিছু দিন আগে আমি গ্রাফিক্স কার্ড এর উপর একটি পোস্ট করেছিলাম। যার নাম ছিল; গ্রাফিক্স কার্ড এর আদি-অন্ত। প্রিয় পাঠক, আমি জানি কতটা কষ্টের টাকা দিয়ে আমরা একটি কম্পিউটার কিনি। আর তা যদি হয় শখের গেমিং কম্পিউটার তাহলেতো কথাই নেই। টাকার কষ্ট এবং শখ, দুই মিলে এক ভয়ংকর অবস্থা। আর কেনার পরে যদি দেখা দেয় সমস্যা, তাহলে কথাই নেই… মন খারাপ, পকেট খারাপ … একটু সাবধান হলেই কিন্তু আমরা এই খারাপ গুলোকে দূরে সরিয়ে রাখতে পারি।
কয়েক দিন আগে ইন্টারনেট এ ঘাঁটাঘাঁটি করতে গিয়ে একটি পোস্ট দেখলাম, যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, “গ্রাফিক্স কার্ড কিনতে গিয়ে যে ছয়টি ভুল আপনি করেন”। অনেক টা সেরকম একটি পোস্ট আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তবে এখানে আমি সেই পোস্ট টি ঠিক সরাসরি অনুবাদ করে দেই নি, আমি আমার কিছু নিজের অভিজ্ঞতাও এখানে তুলেছি। তাহলে চলুন দেখে নেই একজন গ্রাফিক্স কার্ড এর ক্রেতা হিসেবে কি কোন ধরনের ভুল গুলো আমরা করে থাকি এবং এর কিছু সমাধান।
Read More »

কম্পিউটার এর খুটিনাটি সমস্যা ও তার সমাধান জেনে নিন । ডেস্কটপ কম্পিউটার

কম্পিউটার চালু হচ্ছে না
হার্ডওয়ার
১. পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা
২. পাওয়ার বাটনের সমস্যা
৩. র‌্যামের সমস্যা
৪. প্রসেসরের সমস্যা ১. পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা এবং প্রয়োজনীয় সব ক্যাবল লাগানো আছে কিনা চেক করুন।
২. কেসিং এর পাওয়ার বাটন চেক করুন।
৩. ইন্টারনাল স্পীকার একের অধিক বীপ আওয়াজ ক্রমাগত করলে বুঝতে হবে র‌্যামের সমস্যা। র‌্যাম বদলাতে হবে।
৪. প্রসেসর ঠিকমতো বসানো আছে কিনা এবং কুলিং ফ্যান চেক করুন।
Read More »

যেভাবে আপনার ডেস্কটপ থেকে download করবেন Play Store Apps

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন।
আমরা অনেকেই google play store থেকে apps,games so on download করি | কিন্তূ যখন download করি তখন দেখা যে MB কাইট্টা ফকির বানাই দিসে :p কিন্তূ আমরা যারা pc user আছি তারা খুব সহজে play store থেকে apk file download করে নিতে পারবেন !
1st এই Link এ যান: https://play.google.com/store
যেই Apps টা download করবেন ওই apps এর Link টা Copy করুন |
এরপর এই Link এ যান: http://apps.evozi.com/apk-downloader/ |||||| এই Link এ গিযে > Package name or Google Play URL < box এ আপনার Copy করা Link টা Paste করে দেন !এখন Generate Download Link এ Click করুন ! এরপর Download Link চলে আসবে !  
Read More »

কম্পিউটার কেনার আগে যা জানা জরুরী (মেগা টিউন)

কম্পিউটার কেনার আগে যা জানা জরুরী

ম্পিউটারের ব্যাপারে একেবারেই নতুন, এমন মানুষদের কথা মাথায় রেখেই পোস্টটা সহজ কথায় লেখা 

 কম্পিউটার কেনার সময় প্রথমেই কয়েকটি জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন:
১. যেখান থেকে কিনছেন, সেই দোকান ক্রেতাদের কীরূপ গ্রাহক সেবা দেয়। এক্ষেত্রে পরিচিতরা সাহায্য করতে পারে।
২. বাজারে অনেক সময় খোলা হার্ডওয়্যার পাওয়া যায়। কখনোই এগুলো কিনবেন না।
Read More »

Shortcut of Symbol create - কম্পিউটার ব্যবহার কারীদের জন্য খুব মজার কিছু টিপস যা আপনার কাজে লাগবেই!!

আপনাদের মধ্যে যারাই কম্পিউটারে লেখা লেখি করেন তাদের জন্য এই পোস্টটি অনেক কাজের একটি পোস্ট। যেমন কম্পিউটারের কীবোর্ড দিয়ে লেখার সময় আমাদের প্রায় সময়ই বিভিন্ন SYMBOL বা চিহ্ন ব্যবহার করতে হয় কিন্তু আমাদের অনেকেই এই চিহ্নগুলো কিভাবে একটি নির্দিষ্ট লেখার ভিতর দিতে হয় তা জানিনা!! তাই আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে খুব দ্রুত কীবোর্ড দিয়ে শটকাট কি ব্যবহার করে যেকোনো লেখার ভিতর বিভিন্ন প্রয়োজনীয় SYMBOL বা চিহ্ন দেওয়া যায়।
Read More »

নির্দিষ্ট সময়ে বন্ধ করুন আপনার পিসিকে!!!

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে প্রায় আমাদের কম্পিউটারকে নির্দিষ্ট সময়ে বন্ধ করার প্রয়োজন হয়ে উঠে।
যেমন ধরুন আপনি ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড দিয়েছেন অথবা
কম্পিউটার ভাইরাস স্ক্যান দিয়েছেন,
যা ডাউনলোড বা স্ক্যান করতে ৩০ মিনিট সময়ের প্রয়োজন।
কিন্তু ৩০ মিনিট সময় প্রর্যন্ত কম্পিউটারের সাথে থাকা আপনার সম্ভব হচ্ছে না।
Read More »

Run এ যেয়ে একবার Tree দিতে কতক্ষন সময় লাগে, ধরে নিলাম ৬ সেকেন্ড ? হু সেটা যদি এক ক্লিকে ১০/২০ বার করা যায় তাহলে কেমন হয় ? দেখুন খুব সহজ।

Run এ যেয়ে একবার Tree দিতে কতক্ষন সময় লাগে, ধরে নিলাম ৬ সেকেন্ড ? হু নেটা যদি এক ক্লিকে মানে ১০/২০ বার করা যায় তাহলে কেমন হয় ? দেখুন খুব সহজ।
আপনি প্রথমে Notepad এ যান তারপর লেখুন @tree ঠিক এই ভাবে।
@tree
@tree
@tree
@tree
@tree
@tree
Read More »

ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনুন পিসিতে

আপনার কম্পিউটার বা মোবাইলের কোন দরকারি ছবি, ফাইল, গান বা ভিডিও কি আপনি ভুলে ডিলিট করে ফেলেছেন? এখন কি করবেন?? এত দরকারি একটা জিনিস আপনি ডিলিট করে ফেললেন এখন চুল ছিরতে ইচ্ছা করছে তাই না? কোন সমস্যা নেই। এখন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে ডিলিট করা ফাইলও ফেরত পাওয়ার সফটওয়্যার আবিষ্কার হয়ে গেছে। অনেকেই হয়ত এইরকম অনেক সফটওয়্যার ব্যবহার করেছেন। ডিলিট হওয়া ডাটা পুনরুদ্ধারের জন্য অনেক সফটওয়্যার ই রয়েছে। তবে আমি আজ যে সফটওয়্যার নিয়ে আলোচনা করবো সেটির নাম “Recuva”।
Read More »

পিসির ও লেপটপের হার্ডডিস্ক কে ভাইরাস থেকে মুক্ত রাখুন।

১. প্রতি পার্টিশনে অন্তত ২০% ফাকা
জায়গা রাখুন।

২. নিয়মিত ডিফ্র্যাগ করুন।

৩. সপ্তাহে একবার বুট টাইম ডিফ্র্যাগ
করুন। অর্থাৎ পেজফাইল, হিবারফিল
ইত্যাদি সহ সিস্টেম ফাইল ডিফ্র্যাগ
করুন।

Read More »

স্থায়ী ভাবে কম্পিউটারকে ফাস্ট করে নিন!

আনেক সময় কম্পিউটার চালানোর পর বন্ধ করতে গেলে অনেক সময় লাগে। এটি মুলত তিনটি কারনে হয়ে থাকে। আমার হাতে সময় নেই বলে এক টিউনে না করে তিনটি পর্বে করলাম এ জন্য আমি দুঃখিত।
যাদের কম্পউটার আছে তাদের মধ্যে বেশির ভাগ ইন্টারনেট ব্যবহার করেন। তাদের একটি সাধারন বিষয় হচ্ছে স্বয়ংক্রয় Windows Update। আমি টেকটিটনে দেখেছি সবাই windows 10 আপডেট বন্ধের টিউন করেছে। কিন্তু আমি windows 7 এর টা বলব। তাহলে চলুন শুরু করা যাক।
Read More »

কিভাবে আপনার পিসির পারফরম্যান্স অপটিমাইজ করবেন? জেনে রাখুন।

কাজের প্রয়োজনে এই আধুনিক যুগের মানুষ কম্পিউটারকেই প্রথম এবং প্রধান সহযোগী হিসেবে বেছে নেন। করণ এর মতো স্মার্ট যন্ত্র এখনও আবিষ্কৃত হয়নি। কিন্তু আধুনিক যুগের এই স্মার্ট যন্ত্রটিরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে একটি হল পিসির স্পিড স্লো হয়ে যাওয়া। তাই এই টিউনে আমি পিসির স্পিড অপটিমাইজ করার উপায় আলোচনা করছি। আপনারা যদি এসব পন্হা অবলম্বন করেন তবে অবশ্যই এর ফলাফল আপনি লাভ করবেন। তো, আসুন জেনে নেই ঐসব উপায়সমূহ।
Read More »

কোন রকম সফট্যওয়্যার ছাড়া আপনার পিসির নেট স্পিড দ্বিগুন বাড়িয়ে নিন। পিসি ব্যবহারকারীরা অবশ্যই দেখবেন।

আমরা পিসি ব্যবহার কারীরা পিসি চালানোর সময় আমরা সম্মুখীন হয় পিসির স্পিড সমস্যার সাথে। অনেক সময় দেখা যাই যে নেট চলাকালীন অথবা কোন পোগ্রামীং এর কাজ করার সময়ই পিসি অনেক স্লো হয়ে যাই। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি নেট স্পীড দিগুন করবেন কোন Softwere ছারা। তো চলুন নিচের মত কাজ শুরু করুন।
প্রথমে Computer–রাইট বাটন এ ক্লিক করে mange এ জান। এরপর Device Manager এ জান। Ports(com &LPT) তে ক্লিক করে আপনার Modem এর নাম দেকতে পারবেন। এরপর properties জান।
Port Setting এ জান-Bits per second -Data bits এসব বাড়িয়ে দিন। Ok পরের Port আর বেলায় ও এ
কাজ করুন। Computer Restart দিন।
Read More »

কম্পিউটারে গুরুত্বপূর্ন কাজ করছেন, হঠাৎ বিদ্যূৎ চলে গেছে, আপনার সব কষ্ট মাটি হয়ে গেল, এই টিউন টি দেখুন আশা করি আপনার কষ্ট আর মাটি হবে না।

আস-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। 
আজ আমি অাপনাদের সাথে যে বিষয় টি শেয়ার করব সেটা হল হাইবারনেট।হাইবারনেট বলতে আমি যা বুঝি, একটা কম্পিউটার রানিং অবস্থায় সাময়ীক বিরতি দিয়ে কোন প্রকার অ্যানার্জি (পাওয়ার) খরচ না করে পুনরায় কাজ করা যায় এমন ব্যবস্থা।
মনে করেন আপনার একটা কম্পিউটার  আছে যেটা দিয়ে আপনি অনেক কাজকর্ম চালান। কেউ একজন আপনাকে 2000লাইনের একটা কোডের দায়ীত্ব দিল, অথবা আপনাকে বেশ বড় সড় একটা ব্যানার ডিজাইনের কাজ দিল, অথবা আপনাকে 10পৃষ্ঠার একটা লেখা কম্পোজ করতে দেয়া হল। আর  আমার মত কম্পিউটার নির্যাতনকারীদের মত একজন। মানে যতটা প্রোগ্রাম থাকবে সবক’টা রানিং না করলে পেঠের ভাত হজম হয়না। হঠাৎ করে বিদ্যূৎ চলেগেলে আপনার সবক’টা ডকোমেন্ট সেভ করে ক্লোজ করতে গেলে UPS এর চার্য ফুরিয়ে যাবে এমতাবস্থায় আপনার কম্পিউটার এর ডাটা যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে আবার কম্পিউটার বন্ধ থাকবে, এই বন্ধ অবস্থাকে আমি হাইবারনেট বুঝি।
Read More »

যে ৫টি ডেস্কটপ শর্টকাট বাঁচাবে আপনার বেশ কিছুটা সময়

কম্পিউটারে বা ডেস্কটপে শর্টকাটগুলো (desktop shortcut) তৈরি করা হয় যেন প্রয়োজনের মুহূর্তে তাতে ক্লিক করে সহজেই কাঙ্ক্ষিত কাজটি করা যায়। আজ কিছু অপ্রচলিত ডেস্কটপ শর্টকাট দেখাচ্ছি যা কার্যকর এবং আপনার বেশ খানিকটা সময় ও শ্রম বাঁচিয়ে দিবে।

প্রথমে আমরা দেখবো কিভাবে ডেস্কটপে শর্টকাট তৈরি করতে হয়:

ডেস্কটপে মাউসের Right Click করে New এর পর Shortcut এ ক্লিক করুন।
নিচে উল্লেখ করা যে কোন একটি কোড পেস্ট করে নেক্সট চাপুন
শর্টকাটটির যে নাম দিতে চান টা লিখে Finish বাটনে ক্লিক করলেই আপনার শর্টকাট তৈরি হয়ে যাবে।
Read More »

পাওয়ার ইফিসিয়েন্সি রিপোর্ট (Power Efficiency Report

আজকাল ল্যাপটপের ক্ষেত্রে একটি জিনিস সচরাচর বেশী চোখে পড়ে, তা হল ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় কমে যাওয়া। হয়তবা কেনার সময় বিক্রেতা আপনাকে যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিল , কয়েকমাস ব্যবহারের পর এখন দেখে মনে হচ্ছে আপনার ল্যাপটপ এর ব্যাটারি লাইফ (Battery life) আপনার আশানুরূপ হচ্ছে না। মুলত এই ধরনের সমস্যাগুলোর মূল কারন লুকিয়ে আছে আপনার পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস এর ত্রুটিপূর্ণ কনফিগারেশনে। তবে চিন্তার কিছু নেই, এইসব সমস্যার সমাধান ও উইন্ডোজ দিয়ে রেখেছে।
Read More »

ছবির ভেতর লুকিয়ে রাখুন ফাইল

এই কাজটি আপনি যে কোন ধরনের ফাইল টাইপ ( txt , exe , mp3 , avi ইত্যাদি ) এর জন্য করতে পারবেন । শুধুমাত্র একটি নয় বেশ কয়েকটি ফাইল আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনার বাছাইকৃত ছবি তে । তবে সবার আগে দেখে নিতে হবে আপনার কম্পিউটার এ WinRAR বা WinZip এই সফটওয়্যার গুলো আছে কিনা । যদি না থাকে তবে ইন্টারনেট থেকে নামিয়ে ইন্সটল করে নিন ( ডাউনলোড লিঙ্কঃ http://filehippo.com/download_winrar_32/download/0fe51bbfdd9828e59c76324... )
এবার যা করতে হবে তা হলঃ
Read More »

অদৃশ্য ফোল্ডার তৈরি

ম্যাজিক শোতে জাদুকরদের অদৃশ্য করার মন্ত্রে যতই মুগ্ধ হই না কেন , আমরা সবাই কিন্তু জানি এই সবই হাতসাফাই এর খেলা । আদতে অদৃশ্য বলা হলেও সত্যিকার অর্থে জাদুকর দের হাতসাফাই এর কারনেই আমাদের মতিবিভ্রম ঘটে । আর এখানেই জাদুর সার্থকতা । শুনতে হাস্যকর হলেও ঠিক তেমনি উইন্ডোজ এর কিছু মজার কাজের মধ্যে একটি হল অদৃশ্য ফোল্ডার তৈরি করা । উইন্ডোজ এক্সপি কিংবা ভিসতা যে কোন ভার্সন এর জন্য এটি করা সম্ভব । খুবই সহজে কয়েকটি ধাপেই আপনি তৈরি করতে পারবেন অদৃশ্য ফোল্ডার ।
Read More »

How to add clickable images to blogger post?

Many of you might own a blog.Have you ever wondered how to add buttons to blogger post?OR How to add clickable images on your post?This post helps you to learn that in seconds.


Steps

  • First of all choose the image that you want to have as your button.{Make sure the image size is the same as that you want in your blog because it can't be re-sized after mapping the image}



Read More »

Z How To No-index A Particular Blogger Post/Page Without Editing Robots.txt?

Google hates spammy and low quality content.One of the worst actions caused by low quality content is getting your site hit by Panda,Penguin or farmer.If your site is hit by any of these then removing or editing all your low quality posts from your site is very important.That might take so long and as a result you will not be able to provide fresh content to your readers.You might have heard of low quality content before what is this low quality content.This low quality content means posts which are copied from others,no interlinking,one that contains very limited information,posts less than 500 words,etc.The fastest way to fix all your low quality content is to add a no index tag to your low quality posts.In this post I will show you how to add a no-index tag to a particular blogger post.
Do you have atleast 500 words in your post? Use our online word counter tool

Steps To Add A No-Index Tag To A Particular Blogger Post/Page

  1. Go to your blogger dashboard.
  2. Go to settings and then navigate to search preferences.
  3. Scroll down to Crawlers and indexing section.
  4. Click edit button next to Custom robots header tags.
  5. Choose yes next to enable custom robots header tags.
  6. Put a check on noindex under archive and search pages.(This will block google bots from crawling your search pages)
Read More »

Badiuzzaman ( Rubel )