*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Online Bangla Font to Unicode Font Converter / ফন্ট রূপান্তর সহজে

Online Bangla Font to Unicode Font Converter / ফন্ট রূপান্তর সহজে

 ওয়েবসাইটে একই সঙ্গে বাংলা ও ইংরেজি লেখা দেখার জন্য ইউনিকোড ফন্ট ব্যবহার করা হয়। বিজয় কি-বোর্ডের বোতামগুলোতে বাংলা লেখা থাকায় বিজয় সফটওয়্যার ইনস্টল করে SutonnyMJ ফন্ট নির্বাচন করে খুব সহজেই বাংলা লেখা যায়। কিন্তু অভ্র ইউনিকোডের আলাদা কি-বোর্ড না থাকায় অভ্র ইউনিকোডে বাংলা লিখতে মাঝেমধ্যে সমস্যা হয়। যেমন কোন বোতাম চাপলে কোন অক্ষর লেখা হবে সেটি অনেক সময় মনে থাকে না। তখন অভ্র কি-বোর্ড লে-আউটের সাহায্য নিতে হয়।

ইচ্ছা করলে খুব সহজেই একটি ওয়েবসাইটের সাহায্যে বিজয় ফন্ট দিয়ে লেখা বাংলাকে অভ্র ইউনিকোডের বাংলা ফন্টে রূপান্তর করা সম্ভব। আবার একইভাবে অভ্র ইউনিকোড দিয়ে লেখা বাংলাকে বিজয় ফন্টে রূপান্তরও করা যাবে। এ জন্য প্রথমে www.banglaconverter.com ঠিকানায় যান। তারপর বাঁ পাশের টেক্সটবক্সে বিজয় ফন্ট দিয়ে লেখাগুলো পেস্ট করে বা ডান পাশের টেক্সটবক্সে ইউনিকোড দিয়ে লেখাগুলো পেস্ট করে কনভার্ট বিজয় টু ইউনিকোড বা কনভার্ট ইউনিকোড টু বিজয় বাটনে ক্লিক করুন।

Badiuzzaman ( Rubel )