*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Signature on Gmail / জিমেইলে সই করুন

 Signature on Gmail / জিমেইলে সই করুন

যখন কোনো ই-মেইল আসে তখন দেখা যায় অনেকের মেইলের নিচে সুন্দর করে তার নাম, ঠিকানা, পেশা ইত্যাদি লেখা থাকে। একেই বলে ই-মেইল সই। আপনি যখন কাউকে ই-মেইল করেন তখন নিউ ই-মেইল বা কম্পোজ পেজ খুলে ই-মেইল লিখে এর শেষে আপনার নাম, পরিচয় লেখেন। আপনি যদি প্রতিদিন অনেক ই-মেইল করেন তাহলে প্রতিবার মেইল লেখার পর নিচে আপনার নাম, পরিচয় দিতে হয়। এতে অনেক সময় নষ্ট হয়। আপনি চাইলে আপনার ই-মেইলের নিউ ই-মেইল বা কম্পোজ পেজে আগে থেকেই আপনার নাম, পরিচয় লিখে রাখতে পারেন। তাহলে আপনি যতবারই ই-মেইল করেন না কেন এই নাম-পরিচয় ব্যবহার করতে পারবেন। বারবার আপনি নাম-পরিচয় লেখার হাত থেকে বেঁচে যাবেন এবং এতে আপনার অনেক সময়ও বাঁচবে। স্বাক্ষর যোগ করতে প্রথমে জিমেইলে লগইন করে ওপরে ডান পাশে আপনার নাম বা ই-মেইল অ্যাড্রেসের নিচে Settings আইকন থেকে Settings-এ ক্লিক করুন বা সরাসরি https://mail.google.com/mail/u/0/ #settings/general ঠিকানায় যান। এখন নিচে Signature: এর পাশে No signature এর নিচের বাটনটি নির্বাচন করুন এবং নিচের বক্সে আপনার পছন্দমতো নাম-পরিচয় লিখে সবার নিচে Save changes বাটনে ক্লিক করুন। এখন আপনার জিমেইল কম্পোজ পেজে গিয়ে দেখুন আপনার নাম-পরিচয় লেখা দেখাবে। l 

Badiuzzaman ( Rubel )